আমরা যে আঙুল ফাটাই (গাঁট ফাটাই) -এর ফলে কী কোনো ক্ষতি হয়?

আমরা যে আঙুল ফাটাই (গাঁট ফাটাই) -এর ফলে কী কোনো ক্ষতি হয়? 

আঙ্গুল সহ সবরকম অস্থিসন্ধি (বা জোড়)-তে 'সাইনোভিয়াল ফ্লুইড' নামক একধরণের তরল থাকে যা অনেকটা মেশিনে গ্রিজের মত কাজ করে। অর্থাৎ সোজা কথায় হাড়ে হাড়ে ঘষা লাগা থেকে রেহাই দেয়। আঙ্গুল ফাটানোর সময় যারা এটি করেন তারা আঙ্গুলের জোড়গুলিকে একটু বেশিই জোরে টান বা মোচড় দিয়ে থাকেন। তার ফলে অস্থিসন্ধির ঐ 'সাইনোভিয়াল তরল'-এ বুদবুদের আকারে সাময়িক শূণ্যতার সৃষ্টি হয়। এই বুদবুদগুলি ফাটার আওয়াজকেই আমরা বলি আঙ্গুল ফাটানো/মটকানোর আওয়াজ।

এটি অভ্যাসে পরিণত হলে ভাল নয়। কারণ মোচড়ের পরিমান এমন হয়ে যেতে পারে যাতে অস্থিসন্ধি স্থানচ্যুত (ডিসলোকেশন্) হয়ে বিপদ ঘটতে পারে।