পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর তুফান।

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
 এই মুহূর্তে এক গুরুত্বপূর্ণ খবর হল , 16 লক্ষ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে শক্তিশালী সৌর ঝড় ধেয়ে আসছে আমাদের এই সুন্দর গ্রহ পৃথিবীর দিকে।
 আর তার ফলেই নড়েচড়ে বসেছে বিজ্ঞানীমহল।
স্পেস ওয়েদার ওয়েবসাইট অনুযায়ী 1.6 মিলিয়ন কিলোমিটার প্রতি ঘন্টায় এই ঝড় ধেয়ে আসছে পৃথিবীর দিকে। সোমবার বা মঙ্গলবার এই ঝড় আছে পড়বে পৃথিবীর উপর।

 সূর্যের থেকে এই ঝড়ের উৎপত্তি। এই ঝড়ের ফলে দুর্দান্ত দৃশ্য দেখা যাবে উত্তর এবং দক্ষিণ মেরু থেকে।

গত বেশ কয়েক মাস ধরেই সূর্যের মধ্যে অস্থিরতা নজর করা গিয়েছে। নাসার দাবি যার জেরে জিপিএস এবং মোবাইল সিগনালে বিঘ্ন ঘটতে পারে।

 উল্লেখ্য মে মাসেই বিজ্ঞানীরা দাবি করেন যে ঘুম থেকে জেগে উঠেছে সূর্য। সেই সময় কয়েক লক্ষ টন প্রচন্ড গরম গ্যাস সূর্য থেকে ছড়িয়ে পড়ে। সৌর ঝড় এর সময় সূর্য থেকে ছড়িয়ে পড়া গরম গ্যাসে ইলেকট্রিক চার্জ যুক্ত গ্যাস রয়েছে, সেখান থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ ।

এর জেরে বিশ্বের বেতার এবং জিপিএস এর ওপর প্রভাব পড়বে বলে আশঙ্কা বিজ্ঞানীদের । কিন্তু এর ফলে সরাসরি পৃথিবীতে কোন প্রভাব  পড়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা ।

 বিশ্বের উপর  সৌর ঝড় আঘাত হেনেছিল 17 বছর আগে। তবে সেই সময়ের তুলনায় বর্তমানে প্রযুক্তির ওপর আমাদের নির্ভরতার বেড়েছে কয়েকগুণ।  এই সৌর ঝড় বিশ্বজুড়ে যে প্রযুক্তি আমরা ইউজ করছি সেই প্রযুক্তিকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আমাদের পৃথিবীর কিছুটা ওপরে রয়েছে আমাদের স্যাটেলাইট, যার মাধ্যমে আমরা টিভি মোবাইল এবং  অনেক কিছু ব্যবহার করে থাকি। সেখান থেকে সিগনাল আসে বলেই আমরা এই সমস্ত পরিষেবা গুলো পাই। আর এই সৌর ঝড় যদি সে গুলোকে নষ্ট করে দেয় তাহলে সম্পূর্ণ বিঘ্নিত হতে পারে আমাদের পরিষেবা।বন্ধুরা আশাকরি তথ্যটি আপনাদের ভাল লেগেছে, ধন্যবাদ।।