পরিবেশ ও আমরা।।
👭👭👬👬👫👫👬👬

কয়েক দিন আগেই চলে গেলো বিশ্ব পরিবেশ দিবস,
এই বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল 'বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা' ।  বলতে গেলে এটা সত্যি যে আমাদের পরিবেশ আজ হাঁফিয়ে উঠেছে।চারিদিকে একটু বিশুদ্ধ অক্সিজেনের জন্য হাহাকার।
দ্রুত নগরায়নের ফলে বড় বড় গাছ চোখের সামনে কীভাবে কাটা পড়ছে চারিদিকে।
কাল ছাদে উঠেছিলাম, দেখলাম কার্নিশে দুটি বট গাছ জন্মেছে,মনে পড়ে গেল এর জন্ম এর ইতিহাস,যেটা খুবই অদ্ভুত এবং বৈচিত্রপূর্ণ।

বট ,অশ্বত্থ ইত্যাদি গাছ সচারাচর আমরা কিনে লাগাই না, কিন্তু তবুও কী করে এদের বংশ বিস্তার হয় প্রাকৃতিক নিয়মে তা আমরা কম বেশি সবাই জানি।
বট,অশ্বত্থ এই ধরনের গাছের ফল পাখিরা খেলে পাখির পাকস্থলীতে কয়েক ঘন্টা থাকার পর( নির্দিষ্ট তাপমাত্রায় ও উৎসেচকের উপস্থিতিতে ) ওই বীজ অঙ্কুরোদগমের উপযোগী হয়। পরে মলের সাথে ওই জারমিনেটেড বীজ বাইরে আসলে তা থেকে চারা বেরোয়। বাইরের স্বাভাবিক পরিবেশে কোন ভাবেই এটা হয় না।

তাই পাখি ফল না খেলে এই ধরনের গাছের চারা হওয়া সম্ভব নয়।  প্রসঙ্গত এটাও জানা দরকার যে ওই গাছের ফল খায়,টিয়া জাতীয় এমন পাখি যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়,তবে বট,অশত্থ গাছ ও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে।এ ভাবেই আফ্রিকার ডোডো পাখি বিলুপ্ত হয়ে যাওয়ায় ওখানকার একশ্রেণীর গাছও একই নিয়মে বিলুপ্ত হয়ে গেছে।

বিভিন্ন প্রজাতির প্রাণী বিলুপ্ত হওয়ার খবর নিয়মিতই আসছে। কিন্তু অনেক গাছ ও বিলুপ্ত হয়ে যাচ্ছে পরিবেশ থেকে সে খবর আমরা কজন রাখি?
সম্প্রতি পরিচালিত এক সমন্বিত গবেষণায় বলা হচ্ছে, গত আড়াই শ বছরের পৃথিবী থেকে হারিয়ে গেছে প্রায় ৬০০ প্রজাতির গাছ। এ সংখ্যা একই সময়ে বিলুপ্ত পাখি, স্তন্যপায়ী প্রাণী ও সরীসৃপের মিলিত সংখ্যার দ্বিগুণ।
এমনিতে ৬০০ টি উদ্ভিদের বিলুপ্তি হওয়াটাকে একটি সংখ্যা মনে হতে পারে। কিন্তু আদতে এর সঙ্গে পুরো পৃথিবীর অন্য প্রাণগুলোও জড়িয়ে আছে বাস্তুতন্ত্রের কারণেই। কারণ এখনো এই গাছই অক্সিজেন ও খাদ্যের জোগানদাতা। ফলে উদ্ভিদের বিলুপ্তি অন্য প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত হওয়ার কারণ হিসেবে দেখা দিচ্ছে।
উদ্ভিদের বিলুপ্তি সব প্রজাতির জন্য একটি বড় দুঃসংবাদ। কোটি কোটি প্রজাতি এই উদ্ভিদের ওপর নির্ভরশীল। এর মধ্যে মানুষও রয়েছে। 

তাই সকলের কাছে অনুরোধ জৈব বৈচিত্র্য রক্ষায় উদ্যোগী হোন। কারন ছোট ছোট কীট পতঙ্গের উপরেও অনেক বড় জীব প্রজাতি নির্ভরশীল আমরা হয়তো সেটা জানিই না। পরিবেশের বাস্তুতন্র বিঘ্নিত হলে একদিন মানব প্রজাতিও বিলুপ্ত হয়ে যাবে।আসুন সবাই পরিবেশ সম্পর্কে সচেতন হই পরিবেশের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি আমারা। ধন্যবাদ।।